আপডেট

বিপ্লবীদের গুপ্তহত্যা ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিআইইউ শিক্ষার্থীরা

বাংলাদেশের আকাশ থেকে কালো মেঘ এখনও সম্পূর্ণ দূর হয়নি। এখনও স্বৈরাচারের সন্ত্রাসীদের দ্বারা আমাদের ভাইদের জীবন দিতে হচ্ছে। ২০২৪ এর বৈষম্যবিরোধী আন্দোলনের বিপ্লবীদের করা হচ্ছে গুপ্ত হত্যা ও আহত । কিন্তু সরকার তাদের গ্রেফতার ও বিচার করতে ব্যর্থতা ও অলসতা দেখাচ্ছে।  

বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়, ঢাকা'র শিক্ষার্থীরা

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের "মুজাহিদ" (আহত), ব্র‍্যাক বিশ্ববিদ্যালয়ের "মুনতাকিম আলিফ" (নিহত), ব্র‍্যাক বিশ্ববিদ্যালয়ের "শাবাব হোসেন মেহের" (হুমকি), ব্র‍্যাক বিশ্ববিদ্যালয়ের "মুজাহিদ ইসলাম খান" (আহত), ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের "তাজবির হোসেন শিহান" (নিহত), এআইইউবি এর "ওয়াজেদ আলম সীমান্ত" (নিহত), চট্টগ্রামের ছাত্র আন্দোলনের নেতা "জসিম" (নিহত), মিরপুর ভাসানটেক স্কুল এন্ড কলেজের "সুজানা" এবং "কাব্য" (নিহত)। নেক্সট আমি নাকি তুমি?

শহীদের রক্তের উপর দাঁড়িয়ে থাকা এই সরকার আমরাই বসিয়েছি। তাদের বলতে চাই, শহীদের এই রক্তের সাথে সামান্যতম বেইমানি করার চেষ্টা করবেন না। আপনাদের আরামে বসে থাকার জন্য ক্ষমতায় বসানো হয়নি। লজ্জা হয়না আপনাদের দূর্বলতা ব্যর্থতা দেখে? আপনাদের দূর্বলতার জন্যই আমাদের ভাইদের ঐ সন্ত্রাসীরা আবারও হত্যা করার সুযোগ পাচ্ছে। আমাদের ভাইদের খুনের জন্য আপনারা কি দায়ী হতে চান? এরপর আর দূর্বলতা দেখালে এই দায় আপনাদের কাঁধে নিতে হবে। আপনারাই হবেন আসামী। 

যদি ঐ সন্ত্রাসীদের প্রতিরোধ করতে আপনারা ভয় পান, তবে আজই পদত্যাগ করুন। নতুবা ছাত্রদের চোখ দিয়ে আগুনের লেলিহান দাবানল দেখতে পাবেন, যা আপনাদের ঝলসে দেওয়ার জন্য যথেষ্ট।

আজ ২০/১২/২০২৪ শুক্রবার জুমার নামাজের পর "দেশের বিভিন্ন স্থানে বিপ্লবীদের গুপ্ত হত্যার তদন্ত ও বিচারের দাবি এবং স্বৈরাচারীদের নিষিদ্ধের দাবিতে" বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়, ঢাকা'র শিক্ষার্থীরা।

✍️ হাসান আল-আফাসি

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম