আপডেট

প্রথমবারের মতো বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক সম্মেলন ২০২৪

বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (বিআইইউ) ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক সম্মেলন। শনিবার (৩ রা ফেব্রুয়ারি সকাল ৯ টায় ) ঢাকার মতিঝিলের বিসিআইসি অডিটোরিয়ামে দেশ-বিদেশের প্রায় পাঁচ শতাধিক গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রথমবারের মতো  এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আন্তর্জাতিক সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মো. আমিনুল হক ভূইয়া বলেন, “গবেষণা হলো একটি বিশ্ববিদ্যালয়ের প্রাণ। বিশ্ববিদ্যালয়ে যত বেশি গবেষণাকর্ম সম্পাদন হবে, দেশ ও জাতির তত উন্নত হবে। প্রকৃত গবেষণাই পারে আদর্শ জাতি গঠনে ভূমিকা পালন করতে।”

বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক উন্নয়নের জন্য বোর্ড অব ট্র্রাস্টিজ কর্তৃক প্রয়োজনীয় অর্থ জোগান অবশ্য করণীয়, আর তা হলেই ছাত্র-ছাত্রীরা সমৃদ্ধ ক্যাম্পাস পাবেন এবং শিক্ষক, কর্মকতা-কর্মচারীরা তাদের যথাযথ আর্থিক সুবিধা প্রাপ্ত হবেন।

এ সময় তিনি সর্বকালের সেরা বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বিনির্মাণে বিআইইউ পরিবারের সকল সদস্যের সহযোগিতা কামনা করেন তিনি।

“ইসলামিক কালচার এন্ড হেরিটেজ, বিজনেস, লিগ্যাল পারস্পেক্টিভ এন্ড ইম্পোরটেন্স অব ইংলিশ এজ এ লিঙ্গুয়া ফ্রাঙ্কা” শীর্ষক শিরোনামে দিনব্যাপী বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় (বিআইইউ) কর্তৃক অনুষ্ঠিত এ সম্মেলনে দু’টি টেকনিক্যাল সেশনে  মোট ৯ জন গবেষক তাদের গবেষণাপত্র উপস্থাপন করেন।

আন্তর্জাতিক সম্মেলনটির আহ্বায়ক ও ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সুলতান আহমদের সভাপতিত্বে এই আয়োজনে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল হায়দার চৌধুরী।

আন্তর্জাতিক সম্মেলনটির প্রথম টেকনিক্যাল সেশনে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মনিরুজ্জামান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এম ইউসুফ আলী এবং সম্মেলনটির দ্বিতীয় টেকনিক্যাল সেশনে মানারাত ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুস সবুর খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সিজিইডির ভারপ্রাপ্ত পরিচালক ও প্রক্টর অধ্যাপক ড. মো. মিজানুর রহমান এবং ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শের মোহাম্মদের পৃথক সভাপতিত্বে সম্মেলনটির প্রথম টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক এ সম্মেলনটিতে ভারতের আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মফিকুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সী ভাষা এবং সাহিত্য বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ বাহাউদ্দিন ও মনিরুল হক, মালয়েশিয়ার এরটিকা একাডেমির নির্বাহী পরিচালক ড. মাহমুদ আহমেদ এ আব্দেল মজিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক আলী মোহাম্মদ কাওসার উপস্থিত ছিলেন।

দ্বিতীয় টেকনিক্যাল সেশনে, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ জাহিদুল ইসলাম, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ সাব্বির হোসাইন, ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. আবদুছ সবুর মাতুব্বর এবং ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আবু সাঈদ খান গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন।

আন্তর্জাতিক এ সম্মেলনটিতে ফিলিস্তিনে গাজা যুদ্ধের সূত্রপাত, বাংলাদেশে রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রিতে টেকসই সাফল্য, গর্ভবতীদের পুষ্টির বিষয়, ইংরেজি ভাষার ব্যবহার, নারীদের কনস্ট্রাকশন, বাংলাদেশে কুরআন শিক্ষার বিষয়সহ ইসলাম ও শিক্ষাভিত্তিক গবেষণা উপস্থাপিত হয়।

সেশন দুটি পরিচালনা করেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ড. নুসরাত সুলতানা ও ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুল আলম। এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আন্তর্জাতিক এ সম্মেলনের সদস্য সচিব, বিআইইউর প্রক্টর ও সেন্টার ফর জেনারেল এডুকেশনের ভারপ্রাপ্ত ডিরেক্টর অধ্যাপক ড. মো. মিজানুর রহমান।

অনুষ্ঠান শেষে প্রথম এ আন্তর্জাতিক সম্মেলনের অংশগ্রহনকারী সকল শিক্ষার্থীদের মাঝে পার্টিসিপেন্ট সার্টিফিকেট তুলে দেন বিআইইউ-এর উপচার্য ও সম্মেলনের আয়োজক কমিটি। বিকাল ৫ টা ২০ এ সম্মেলনটি শেষ হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম