আপডেট

Paragraph about 'Causes of Failure in English' for all classes

কুরআ‌নের পাখি আল্লামা সাঈদী রহ.- এর কিছু ঐতিহাসিক উ‌ক্তি!

আত্নতত্ত্ব যে জেনেছে, দিব্যজ্ঞানী সেই হয়েছে!

একনজরে সাইয়্যেদ আবুল আ'লা মওদুদী (রহঃ) | About Sayed Abul Ala Maududi

এ ডি আর এস: বাঙালীদের নতুন প্রযুক্তি | এ ডি আর এস কি ? | ADRS System in cricket

বিপ্লবীদের গুপ্তহত্যা ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিআইইউ শিক্ষার্থীরা

সাকিব আর বিতর্ক যেন একই সুত্রে গাঁথা | বিপিএলে সাকিব বিতর্ক | শৃঙ্খলা ভঙ্গের দায়ে শাস্তি !

'যে কথা বলতে মানা': এডভোকেট সাজজাদুল ইসলাম রিপন

ড. ইউনুসকে প্রধান উপদেষ্টা দেওয়া কতটুকু যুক্তিসঙ্গত?

হাঙ্গেরির ডেব্রেসেন বিশ্ববিদ্যালয় স্কলারশিপ | হাঙ্গেরি ফুল-ফ্রী স্কলারশিপ-২০২৩| Hungary Scholarship-2023

আবারো ফেঁসে যাচ্ছে জনগনঃ এডভোকেট সাজজাদুল ইসলাম রিপন

দু'দলের অনড় অবস্থানে বার বার ভোগান্তি পড়ে সাধারণ জনগন। গত কয়েকদিন আগের হরতাল ও আজকের অবরোধ অনেকটা স্বতঃস্ফূর্ত বললে ভুল হবেনা। কারন সংবিধানের দোহাইয়ে নির্বাচনের জায়গাটিতে জনগনের অধিকারের কথাও রয়েছে। এ দেশে একটি নিরপেক্ষ নির্বাচন হউক তা এদেশের অধিকাংশ জনগনই চায়। হউক না সে নির্বাচনে জয়ী আওয়ামী লীগ নতুবা বিএনপি সহ সমমনা দল। কিন্তু একটি সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন যে এদেশে অনেক দরকার তা এদেশের জনগন হারে হারে টের পাচ্ছে। কারন বাংলাদেশে অনেক সংকটের অন্যতম হলো সুষ্ঠু নির্বাচন না হওয়া। যা হাজারো নতুন নতুন সংকটের সৃষ্টি করে, আর এর সর্বোচ্চ ভোগান্তিতে থাকে জনগন। কারন দ্রব্যমুল্যের উর্ধ্বগতি, মুদ্রাস্পৃতি বৃদ্ধি সহ জনগনের উপর চড়া টেক্স নির্ধারণ এক ধরণের অস্বস্তিতে পড়ছে জনগন।

আওয়ামী সরকারের বিগত দেশ পরিচালনায় এর উন্নয়ন কর্মকান্ড এদেশে এখন বরাবরই দৃশ্যমান। খরস্রোতা পদ্মার উপরে পদ্মা সেতু, মেট্রোরেল, কর্নফুলী টানেল, এক্সপ্রেস ওয়ে, এলিভেটেড এক্সপ্রেস ওয়ে, মহাসড়ক গুলো দুই লাইন থেকে চার / আট লাইনে উন্নীতকরণ, দেশে অসংখ্য মডেল মসজিদ নির্মান, প্রতিটি আদালত প্রাঙ্গনে নতুন বড়ো বড়ো ভবন, নতুন নতুন বিশ্ববিদ্যালয় স্থাপন, কক্সবাজার পর্যন্ত ট্রেন লাইন স্থাপন, পদ্মা সেতু হয়ে দক্ষিণান্ঞলে ট্রেন লাইন স্থাপন, আন্তর্জাতিক মানের নতুন বিমান বন্দর তৈরি ও নতুন টার্মিনাল নির্মাণ, নতুন ইকোনোমিক জোন তৈরি, নৌ-বন্দর তৈরি, সচিবালয় নতুন হাইরাইজ ভবন, সরকারি পুরাতন কোয়াটার নতুন ধরনে উন্নয়ন ঘটানো সহ এমন হাজারো উন্নয়নে এ আওয়ামী লীগের অবদান।

এটা ঠিক যে নিজেদের নির্বাচনে জয়ী করে নিয়ে আসতে ইতোমধ্যে আওয়ামী লীগ অভিজ্ঞতা ও জ্ঞান অর্জন করেছে বহুগুণ। পরপর তিনবার নিজেদের জয়ের আসনে দেখতে অভ্যস্থ এ আওয়ামী লীগ জানে নির্বাচন আসলে কি করতে হয়। পুলিশ কে কিভাবে ব্যবহার করতে হয়, কাকে গ্রেপ্তার করতে হয়, কাদের নতুন গাড়ি কিনে দিতে হয়, কাদের বেতন বাড়িয়ে দিতে হয়, কাদের পদোন্নতি দিতে হয়, কাদের সাংবিধানিক পোস্টগুলোতে নিয়ে আসতে হয়, বিদেশী দেশগুলোর সাথে কেমন ধরনের নতুন নতুন চুক্তি করতে হয়। এমন হাজারো গবেষণা আর কর্মকৌশল এখন আওয়ামী লীগের আয়ত্বে। এ অভিজ্ঞতা পর্যাপ্ত পরিমাণে আওয়ামী লীগ ইতোমধ্যে অর্জন করেছে। কিন্তু এত এত অভিজ্ঞতার মাঝেও এত বছর পরও একটি নিরপেক্ষ সরকারের অধীনে, একটা নিরপেক্ষ নির্বাচন দেয়ার কৌশল এখনো আয়ত্ত্বে না নিতে পারা, বা এমন আয়োজনের ব্যবস্থা করতে না পারা, এক ধরনের ঘাটতি মনে করলেও খুব বেশি ভুল হবেনা।

এতগুলো উন্নয়ন ইতোপূর্বের সরকার গুলো করেনি এটা সত্য। কিন্তু এ দেশের জনগনের জন্যে নিজেদের  বিলিয়ে দিয়ে, এর উন্নয়নে কাজ করে, কেনো আস্থা পান না এ সরকার যে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনগনের কাছে ফিরে যেতে? তাহলে কি জনগন আওয়ামী লীগের সাথে নেই?  এমন শত প্রশ্নের জন্ম নিবে আপনার মনে। কিন্তু দল, মত নির্বিশেষে আজকাল মনেহয় যে মানুষ একটা নিরপেক্ষ নির্বাচন চায়।  বিরোধী দল তার কর্মসূচি দেয়, আর জনগনও এতে সাড়া দিচ্ছে, এটা ঢাকা শহরের অনেকটা ফাঁকা রাস্তা তা মিন করে। কারণ গত দু'টো নির্বাচন পূর্ববর্তী ঢাকায় পুলিশি পাহারায় যতটা যান চলাচল আর এবারে যান চলাচলে তফাত রয়েছে। যে দল ক্ষমতায় আসুক, নিরপেক্ষ নির্বাচনের যৌক্তিক দাবী সরকার মেনে নিয়ে, এক মুহুর্তে এদেশের জনগনকে মুক্তি দিতে পারে। তার চেয়ে বেশি পারে বিভিন্ন দলের সাথে পলিটিক্যাল ডায়ালগের মাধ্যমে একটা ফর্মূলা সলাপরামর্শে বের করা, যেখানে সব দলের আস্থা থাকবে,

নিজেদের উন্নয়ন কর্মকান্ডের উপর আওয়ামী লীগের চরম বিশ্বাস থাকা উচিত। কারণ জনগনের জন্যে, দেশের তরে, কাজ করে এমন বিশ্বাস এই আওয়ামী লীগকে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে আবারো নির্বাচিত হবার সুযোগ দিতে পারে একমাত্র জনগন। কারণ এ সংবিধান জনগনের, যারা সাংবিধানিকভাবে সকল ক্ষমতার উৎস। দু'দলের অনড় অবস্থানে দেশে নৈরাজ্য ছাড়া আর কিছু হবেনা। আর ভোগান্তি বাড়বে জনগনের বহুগুণে, বহুমাত্রায়।  বিদেশী রাষ্ট্র সুযোগ পাবে অভ্যন্তরীন বিষয়ে নাক গলানোর। শুধু শুধু দু'দলের গলাবাজি আর ভিন্ন ভিন্ন ব্রিফিং এ দেশের সাধারণ জনগণ কোনো উপকৃত হয় না, কল্যান পায় না। তাই সরকার পক্ষ সংবিধান অনুযায়ী নির্বাচন না দিয়ে জনগনের সংবিধানে, জনগনের অভিপ্রায়ে নির্বাচনই হতে পারে একমাত্র সমাধান। হউক না এতে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত বা জাতীয় পার্টি জয়ী। 

লেখক- সাজজাদুল ইসলাম রিপন

এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট। এছাড়াও তিনি বাংলাদেশেরস্বনামধন্য প্রাইভেট ইউনিভার্সিটি (বি.আই.ইউ) এ সহকারী অধ্যাপক হিসেবে নিযুক্ত রয়েছেন।



একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম