আপডেট

বিপ্লবীদের গুপ্তহত্যা ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিআইইউ শিক্ষার্থীরা

Paragraph about 'Causes of Failure in English' for all classes

আত্নতত্ত্ব যে জেনেছে, দিব্যজ্ঞানী সেই হয়েছে!

কুরআ‌নের পাখি আল্লামা সাঈদী রহ.- এর কিছু ঐতিহাসিক উ‌ক্তি!

একনজরে সাইয়্যেদ আবুল আ'লা মওদুদী (রহঃ) | About Sayed Abul Ala Maududi

হাঙ্গেরির ডেব্রেসেন বিশ্ববিদ্যালয় স্কলারশিপ | হাঙ্গেরি ফুল-ফ্রী স্কলারশিপ-২০২৩| Hungary Scholarship-2023

বিমান ও হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন যেসব রাষ্ট্রপ্রধান!

এ ডি আর এস: বাঙালীদের নতুন প্রযুক্তি | এ ডি আর এস কি ? | ADRS System in cricket

সাকিব আর বিতর্ক যেন একই সুত্রে গাঁথা | বিপিএলে সাকিব বিতর্ক | শৃঙ্খলা ভঙ্গের দায়ে শাস্তি !

রাষ্ট্র সংস্কার প্রস্তাবনা: বাংলাদেশ জামায়াতে ইসলামী

হাল-যামানায় পায়ে হেঁটে হজ্ব যাত্রা: এ প্রসঙ্গে শরিয়ত কী বলে?

হাল-যামানায় পায়ে হেঁটে হজ্ব যাত্রা: এ প্রসঙ্গে শরিয়ত কী বলে?

হজ্ব এমন এক ইবাদাত যা ফরয হতে হলে আর্থিক ও শারীরিক উভয় সামর্থ্যের প্রয়োজন। অন্য সকল ফরয ইবাদাতের চেয়ে হজ্ব অনেকটা আলাদা। সামগ্রিক দিক বিবেচনায় সালাত, সিয়াম ও যাকাতের চেয়ে হজ্ব আদায় অধিক কষ্টের ও ব্যায়বহুল। হয়তো এ জন্যই কবুল হজ্বের প্রতিদান কেবলই জান্নাত বলে ঘোষিত হয়েছে। 

আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহিস সালাম এর সময়ে মানুষেরা তাদের সময়কার সহজলভ্য ও সর্বাধিক জনপ্রিয় বাহনে চড়ে হজ্বে যেতেন। যদিও কেউ কেউ কখনো পায়ে হেঁটে হজ্ব আদায়কে অধিক সওয়াবের ভেবে সিদ্ধান্ত গ্রহণ করেছেন হেঁটেই পৌঁছবেন কাবার আঙিনায়। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালাম এ খবর শুনে, ব্যাক্তির সামর্থ্যের দিক বিবেচনায় তা করতে নিষেধ করেছেন । 


নিচের দুটি হাদিস খেয়াল করুন, 


(১) হযরত আনাস (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একজন অতি বৃদ্ধ লোকের সামনে দিয়ে যাচ্ছিলেন। সে তার দুই ছেলের কাঁধে ভর করে যাচ্ছিল। তিনি প্রশ্ন করেন, তার কি হয়েছে? লোকেরা বলল, হে আল্লাহর রাসূল! সে (বাইতুল্লাহ শারিফে) হেঁটে যাওয়ার মানত করেছে। তিনি বললেন, এ লোকের নিজেকে কষ্টে নিক্ষেপ করা হতে আল্লাহ তা‘আলা মুক্ত। বর্ণনাকারী বলেন, তিনি তাকে সাওয়ারীতে চড়ে যাওয়ার নির্দেশ দিলেন। (জামে আত-তিরমিজি, হাদিস নং ১৫৩৭)


(২) হযরত আনাস (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, কোন একজন মহিলা পায়ে হেঁটে বাইতুল্লাহ শারীফে যাওয়ার মানত করে। এ বিষয়ে রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম  কে প্রশ্ন করা হলে তিনি বললেন, আল্লাহ তা‘আলা তার হাঁটার মুখাপেক্ষী নন। তোমরা তাকে সাওয়ার হয়ে যাওয়ার নির্দেশ দাও। (জামে’ আত-তিরমিজি, হাদিস নং ১৫৩৬)


এখানে দুটি বিষয় লক্ষ্যণীয়, 


এক, যাদের পায়ে হেঁটে হজ্বে যেতে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহিস সালাম নিষেধ করেছেন তাদের বাহন থাকায় হেঁটে যাওয়াকে নিষিদ্ধ করা হয়েছে। 


দুই, তাদের একজন ছিলেন বয়স্ক। যিনি নিজের সন্তানদের কাঁধে ভর করে হেঁটে যাচ্ছিলেন। বাহনে চড়ে যাওয়ার সামর্থ্য থাকায় নিজেকে ও তাদের পরিবারের সদস্যদের অনর্থক কষ্ট দেয়াকে নিষিদ্ধ করা হয়েছে। 


বর্তমান আধুনিক উৎকর্ষতার এই যুগে উড়ো জাহাজে চড়ে হজ্বে যাওয়ার সামর্থ্য থাকা স্বত্বেও পায়ে হেঁটে হজ্বে যাওয়া অনেক কারণেই শরিয়তে প্রশ্নবিদ্ধ। কেননাঃ-


এক, যেহেতু রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালাম বাহনে চড়ে হজ্বে যাওয়ার সামর্থ থাকা ব্যাক্তিদের পায়ে হেঁটে যেতে নিষেধ করেছেন তাই এই কষ্টকর সিদ্ধান্ত শরিয়তে নিষিদ্ধ। 


দুই, আমাদের দেশ থেকে উড়োজাহাজে চড়ে হজ্বে যেতে সময় লাগে কয়েক ঘন্টা। পায়ে হেঁটে যেতে সময় লাগে মাসের পর মাস। এই লম্বা সময় পায়ে হেঁটে হজ্বে যাওয়া ব্যাক্তির পরিবার-পরিজন তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। যা শরিয়তে না জায়েয । 


তিন, পায়ে হেঁটে হজ্ব করতে যাওয়া ব্যাক্তি শুরুতে আবেগের বশীভূত হয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করলেও তিনি স্বাস্থ্য ঝুঁকি থেকে মুক্ত নন। তাই নিজেকে এভাবে মৃত্যু মুখে ঠেলে দেয়া শরিয়তে নিষিদ্ধ । 


চার, এই দীর্ঘ সময় নষ্ট না করে তিনি অন্য যেকোন কল্যাণমূলক কাজে নিজেকে নিয়োজিত রাখতে পারেন । এতে তিনি নিজে, তার পরিবার, সমাজ ও রাষ্ট্র অনেক বেশি উপকৃত হবে। 


পাঁচ, বর্তমান সময়ে এই ধরণের কাজ সাধারণত লৌকিকতায় ভরপুর থাকে। রিয়ার ফাঁদে পড়ে হজ্বের মত এই মহান ইবাদাতকে নষ্ট করা বোকামি ছাড়া কিছুই না।


লেখক: শায়খ সালাহউদ্দিন মাক্কী

গবেষক, উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়, মক্কা, সৌদি আরব।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম