ফরজ সালাতের পর সম্মিলিত মুনাজাত করা যাবে? নাকি এটি বিদআত?

ফরজ সালাতের পর সম্মিলিত মুনাজাত করা যাবে? নাকি এটি বিদআত?

ফরজ সালাতের পর সম্মিলিত মুনাজাত আমাদের কাছে খুবই পরিচিত একটি দৃশ্য। মহান আল্লাহর কাছে মনের কথা বা কোন আবদার জানানোর একটি প্রক্রিয়া মোনাজাত হতে পারে। কিন্তু শরঈ দলিল ব্যতিত ইবাদতের সাথে সম্পৃক্ত সকল প্রকার কাজ কে ইসলামে নিষিদ্ধ বা হারাম ঘোষণা করা হয়ছে৷ যেহেতু আমাদের উপমহাদেশে সালাতের পর সম্মিলিত মুনাজাত একটি রেওয়াজ হয়ে দাড়িয়েছে। আর এ বিষয়টি নিয়ে বেশ আলোচনা ও সমালোচনা হচ্ছে যে, জামআতে নামাজের পর সম্মিলিত মুনাজাত করা যাবে? নাকি এটি বিদআত? আমরা কোনো নির্দিষ্ট মতের পক্ষে বা বিতর্কে নয় বরং আমরা আজ নিরপেক্ষ দৃষ্টিতে এই বিষয়টি নিয়ে পবিত্র কুরআন, সুন্নাহ, প্রসিদ্ধ ইমাম ও ফকিহদের বক্তব্যের আলোকে একটি পর্যালোচনা উপস্থাপন করার চেষ্টা করব, ইনশাআল্লাহ।

আর্টিকেলটিতে যা থাকছেঃ


১. কোরআন ও সহিহ হাদিসের আলোকে বক্তব্য

২. রাসূল (সা.) কি সালাতের পর সম্মিলিত মুনাজাত

করেছেন?

৩. সালাতের পর সম্মিলিত মুনাজাত কি বিদআত?

৪. ফরজ সালাতের পর সম্মিলিত মুনাজাত সম্পর্কে প্রসিদ্ধ

ইমাম ও ফকিহদের বক্তব্য

৫. ফরজ সালাত শেষে হাদিস দ্বারা প্রমাণিত কিছু দু'আ

৬. সারকথা


প্রিয় পাঠক, এ বিষয়ে নিরপেক্ষ দৃষ্টিতে একটি বিস্তারিত বিশ্লেষণ জানতে এবং আর্টিকেলটির পরবর্তী অংশ পড়তে এখানে ক্লিক করুন প্লিজ। 


লেখক: হাসান আল-আফাসি 

বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়, ঢাকায় আইন বিভাগে পড়াশোনা করছেন।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম