২০২৩ এ, এবার দুবাই আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করলেন বাংলাদেশের গর্ব হাফেজ সালেহ আহমেদ তাকরিম। আবারো বিশ্বের কাছে বাংলাদেশের মুখ উজ্জ্বল করল বিশ্বজয়ী এই হাফেজ সালেহ আহমদ তাকরিম।
দুবাইয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা-১৪৪৪ হিজরিতে তাকরিম ৭০টি দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করেছেন। এর আগেও এ প্রতিযোগিতায় ২ জন বাংলাদেশি হাফেজ প্রথম স্থান হওয়ার গৌরব অর্জন করেছিলেন।
বাংলাদেশ সময় মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে দুবাই আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী হিসেবে হাফেজ সালেহ আহমেদ তাকরিমের নাম ঘোষণা করা হয়।
প্রথম স্থান হিসবে সালেহ আহমেদ তাকরিমের বিশ্বজয় করার বিষয়টি ফেসবুকে এক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন তাকরিমের উস্তাদ মারকাযু ফয়জিল কুরআনের শিক্ষক হাফেজ আব্দুল্লাহ আল মামুন।
হাফেজ সালেহ আহমেদ তাকরিম মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী ঢাকা-এর কিতাব বিভাগের ছাত্র। সে টাঙ্গাইল জেলার নাগরপুর থানার ভাদ্রা গ্রামের হাফেজ আব্দুর রহমানের ছেলে।
তবে এর আগেও হাফেজ সালেহ আহমদ তাকরিম ২০২২ সালে সৌদি আরবে অনুষ্ঠিত ৪২তম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১১১ টি দেশের মধ্যে ৩য় স্থান অর্জন করেন। লিবিয়ায় অনুষ্ঠিত ১০ম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সারা বিশ্বের অংশগ্রহণকারী সকল প্রতিযোগীর মধ্যে ৭ম স্থান অর্জন করার পাশাপাশি সর্বকনিষ্ঠ প্রতিযোগী হিসেবে বিশেষ সম্মাননা অর্জন করেন। একই বছরে ইরানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সারা বিশ্বের মাঝে প্রথম স্থান অর্জন করেন । আর এবার দুবাই আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে সালেহ আহমেদ তাকরিমের বিশ্বজয় করার রেকর্ড অর্জন করেন।
এবার ২০২৩ এ, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক নির্বাচনী পরীক্ষায় একদল বিজ্ঞ বিচারক মণ্ডলির রায়ে গত ১২ জানুয়ারি বাংলাদেশের একমাত্র প্রতিনিধি নির্বাচিত হয় হাফেজ তাকরিম।
তবে এবারের প্রতিযোগিতায় শুধু সালেহ আহমেদ তাকরিম-ই দেশের নাম উজ্জ্বল করেনি। বরং প্রথম বারের মত দুবাই আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার বিচারক প্যানেলে ছিলেন বাংলাদেশী ক্বারী শায়খ শোয়াইব মোহাম্মদ আল-আজহারি। বিচারক হিসবে শায়খ শোয়াইব মোহাম্মদ আল-আজহারি কেও সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।
মাশাআল্লাহ
উত্তরমুছুন