তরুণ-তরুণীদের দীন পালনে পারিবারিক সাপোর্ট না পাওয়া নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

তরুণ-তরুণীদের দীন পালনে পারিবারিক সাপোর্ট না পাওয়া

আজকের সমাজে তরুণ-তরুণীরা দীন পালনে যেমন উদাসীন ঠিক তেমনি পরিবার থেকেও তারা দিন পালনে তেমন তাগিদ খুব কম পায়। অনলাইনের সুবাদে দীন থেকে দূরে সরে যাওয়া তরুণ-তরুণীরা যখন আলিমদের নসিহত শুনে শুনে দীন পালনে আগ্রহী হচ্ছে, হারাম পেশা উপেক্ষা করে স্বল্প আয়ের হালাল পেশা বেছে নিতে আগ্রহী হচ্ছে, তখন তরুণ-তরুণীদের দীন পালনে পারিবারিক সাপোর্ট না পাওয়া খুবই আফসোসের বাপ্যার। এনিয়ে ফেসবুকের একটি পোস্টে ঐসকল পরিবারকে নসিহত করে শায়খ আহমাদুল্লাহ যা লিখলেন তা আমরা এখানে তুলে ধরছি।

তরুণ-তরুণীদের দীন পালনে পারিবারিক সাপোর্ট না পাওয়া নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহঃ

‘এদেশের অসংখ্য তরুণ-তরুণী দীন পালনে পারিবারিক সাপোর্ট তো পাচ্ছেই না, উল্টো ব্যঙ্গ-বিদ্রূপের শিকার হচ্ছে। কোনো যুবক হয়তো হ্যান্ডসাম বেতনের হারাম পেশা উপেক্ষা করে স্বল্প আয়ের হালাল পেশা বেছে নিতে যাচ্ছে, তখন পরিবার ও আত্মীয়-স্বজনের দিক থেকে ছুটে আসছে বিদ্রূপের তীর।

কোনো তরুণী হয়তো স্মার্ট বেতনের হারাম উপার্জনকারী পাত্র উপেক্ষা করে নির্বাচন করতে যাচ্ছে স্বল্প আয়ের দীনদার পাত্র, তখনো বিদ্রূপের চাবুক নিয়ে মেয়েটির ওপর ঝাঁপিয়ে পড়ছে স্বজনেরা। এই ছেলে-মেয়েগুলো হয়তো দু বছর আগেও দীনের ব্যাপারে উদাসীন ছিল। স্বজনেরা ওই উদাসীন সময়ের খোঁটা দিয়ে বলে, আগে কেমন ছিলি, জানি তো! এখন বিরাট হুজুর হয়ে গেছিস। এত হুজুরগিরি দিয়ে সমাজ চলে না!’


তরুণ-তরুণীদের দীন পালনে পারিবারিক সাপোর্ট না পাওয়া নিয়ে শায়খ আহমাদুল্লাহ এরপর আরও লিখেনঃ

‘গতকাল যারা দীনের ব্যাপারে উদাসীন ছিল, সেই অপরাধে আজ তাদের দীন পালনের আগ্রহকে প্রশ্নবিদ্ধ করতে পারেন না। এটা যুক্তিবিবর্জিত আচরণ। যাদের ঘরে এমন সন্তান আছে, আমি সেই বাবা-মার উদ্দেশ্যে বলতে চাই, প্লিজ, আর যা-ই করুন, সন্তানদের সাথে এই আচরণটা করবেন না।

আপনারা এমন সন্তানের জন্য আল্লাহর কাছে হয়তো  দোয়াও কখনো করেননি। তারপরও আপন করুণায় আপনাদের ঘরে এমন সন্তান আল্লাহ দান করেছেন। এটা আপনাদের ওপর আল্লাহর অপার দয়া। এরা সন্তানই শুধু নয়, এরা আপনাদের উভয়জাহানের সম্পদ। এই সম্পদের যত্ন নিন, বুকে আগলে রাখুন। এদের বুকের ভেতর তড়পাতে থাকা অব্যক্ত ভাষার পাণ্ডুলিপি পড়ার চেষ্টা করুন।

প্রিয় অভিভাবক, আপনারা হয়তো সালাত আদায় করেন, সামনের রমাদানে সিয়াম পালন করবেন। কিন্তু শুধু সালাত-সিয়ামের নামই ইসলাম নয়। ইসলাম সামগ্রিক জীবনব্যবস্থার নাম। সন্তানের সামগ্রিক দীন পালনের চেতনাকে আপনারা আহত করতে পারেন না। না বুঝে আজ যাদের দীনি আবেগকে রক্তাক্ত করছেন, হতে পারে এদের অশ্রুসিক্ত দোয়াই আপনার পরকালীন মুক্তির সোপান হবে।’

তথ্যসুত্রঃ

https://www.facebook.com/sheikhahmadullahofficial

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম