প্রকাশিত হলো শায়খ ড. মিজানুর রহমান আজহারি'র তৃতীয় বই 'রিফ্লেকশন ফ্রম সূরা ইউসুফ'। ৬ মার্চ গার্ডিয়ান পাবলিকেশন থেকে তার তৃতীয় বইটি প্রকাশিত হয়। বইটি প্রকাশিত হওয়ার আগে গার্ডিয়ান পাবলিকেশন অনলাইন ফেসবুক পেইজে বইটির প্রি-অর্ডার নেওয়ার হয়। পাঠকগন বরাবরের মতই বইটি সংগ্রহে ব্যাপক সারা দেয়। এতে গার্ডিয়ান অনলাইন বইমেলা-২০২৩ আরও সমৃদ্ধ হয়। ড. মিজানুর রহমান আজহারির গত দুটি বই (ম্যাসেজ ও আহ্বান) গার্ডিয়ান পাবলিকেশন থেকেই প্রকাশিত হয়।
'রিফ্লেকশন ফ্রম সূরা ইউসুফ' বইটি প্রকাশিত হওয়ার পর গার্ডিয়ান পাবলিকেশন তাদের ফেসবুক পেইজে লিখেছেন- 'আলহামদুলিল্লাহ সারাদেশে পাওয়া যাচ্ছে ড. মিজানুর রহমান আজহারির নতুন বই- ‘রিফ্লেকশন ফ্রম সূরা ইউসুফ’! বাধা-বিপত্তির পাহাড় ডিঙ্গিয়ে দুনিয়া ও আখিরাতে সফল হওয়ার অনন্য উপাখ্যান উপভোগ করুন এবং সূরা ইউসুফের লাইফ লেসনে সাজিয়ে তুলুন আপনার জীবন!'
বইটি প্রকাশিত হওয়ার পর ড. মিজানুর রহমান আজহারি তার ভেরিফাইড ফেসবুক পেইজে লিখেছেন-'ফিলিস্তিনের কানআনে ইবরানি ভাষাভাষীদের বসবাস। সেখানকার মরুপল্লীর মেষপালক পরিবারের এক বুদ্ধিদীপ্ত কিশোর ‘ইউসুফ’, যাকে হিংসুটে ভাইয়েরা মেরে ফেলতে চেয়েছিল, মিশরের আজিজের স্ত্রী যার নৈতিক পদস্খলনের নীল নকশা এঁকেছিল, চেয়েছিল জেলখানার অন্ধ কুঠরিতে তাঁর জীবনপ্রদীপ নিভিয়ে দিতে; সেই তিনিই জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে আসমানি ফায়সালায় অবশেষে পার্থিব উন্নতির সর্বোচ্চ শিখরে আরোহণ করতে সক্ষম হন৷ নবি ইউসুফ আ. ছিলেন কারিম ইবনে কারিম, হার না মানা এক তেজোদীপ্ত নওজোয়ান, বিশুদ্ধচিত্ত এবং চারিত্রিক দৃঢ়তার আর্কিটাইপ। যুগ যুগ ধরে তিনি প্রতিটি মুসলিম যুবকের প্রেরণার বাতিঘর। অন্ধ কূপের অন্দরে ইসমে আজমের মন্তর জপে, শয়তানি হাতছানিকে প্রত্যাখ্যান করে, ধৈর্য আর প্রজ্ঞার পরাকাষ্ঠা দেখিয়ে তিনি তৎকালীন পরাশক্তি, প্রাচীন সভ্যতার লীলাভূমি মিশরের রাজ সিংহাসনে অধিষ্ঠিত হয়েছিলেন। হিংসুটে ভাইদের অনুযোগহীন ক্ষমার ঘোষণা দিয়ে বিরল নজির স্থাপন করেছিলেন। আকাশসম হৃদয়ের ব্যপ্তি দেখিয়েছিলেন বিশ্ববাসীকে। নৈতিক মূল্যবোধ ও চারিত্রিক আভিজাত্য দেখিয়েছিলেন। দেখিয়েছিলেন লিডারশিপের কারিশমা। তাঁর জীবনপ্রবাহের নানা দিক নিয়ে এ কুরআনিক গল্প। তাঁর নামেই কুরআনুল কারিমের ১২তম চ্যাপ্টার— ‘সূরা ইউসুফ’। বংশ পরম্পরায় তিনি নবুওতির মশাল ধারণ করেছিলেন শক্ত হাতে। বাবা, দাদা, পরদাদা প্রত্যেকেই ছিলেন আসমানি বার্তার সংগ্রামী বাহক। সততা, নিষ্ঠা আর উন্নত চরিত্র ছিল তাঁর জেনেটিকাল ইনহেরিটেন্স। দৈহিক সৌষ্ঠব ও বুদ্ধিমত্তায় অনন্য এ মহাপুরুষ কীভাবে ডিল করেছেন জীবন যুদ্ধের প্রতিটি অধ্যায়?- সেটাই তুলে আনার চেষ্টা করেছি ‘রিফ্লেকশন ফ্রম সূরা ইউসুফ’-এ। অপেক্ষার পালা শেষ। আলহামদুলিল্লাহ, অবশেষে বইটি ছেপে এসেছে।'
শায়খ ড. মিজানুর রহমান আজহারির নতুন বই- ‘রিফ্লেকশন ফ্রম সূরা ইউসুফ’! বইটি সংগ্রহ করতে পারেন সারাদেশের বিভিন্ন লাইব্রেরি থেকে। অথবা ভিজিট করুন রকমারি, বইবাজার, গার্ডিয়ান পাবলিকেশনের ওয়েবসাইট বা ফেসবুক পেইজ।
মাশাআল্লাহ
উত্তরমুছুন