ছবির মানুষটি দুবাইয়ের আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতার এবারের একজন বিচারক শায়খ শোয়াইব মুহাম্মদ আল আজহারী। তিনি মিশরে কুরানিক সাইন্স নিয়ে উচ্চতর ডিগ্রি নিয়েছেন এবং আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন।
কিন্তু তার বড় পরিচয় হচ্ছে তিনি আপাদমস্তক একজন বাংলাদেশি। ঢাকার শনির আখড়ায় তার একটি মাদ্রাসাও রয়েছে। বছরে এক দুইবার মিশর থেকে দেশে আসেন।
বলাবাহুল্য দুবাইয়ের এই আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় মূল বিচারক প্যনেলে এই প্রথম একজন বাংলাদেশি যুক্ত হলেন। দেশের জন্য এটা অবশ্যই গৌরবের ব্যাপার।
গতকাল এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে শোয়াইব ভাই তিলাওয়াতও করেছেন আলহামদুলিল্লাহ। আমাদের দেশ থেকে হাফেজ সালেহ আহমদ তাকরীমও গিয়েছে এখানে অংশগ্রহণের জন্য।
ক্বারি শোয়াইব ভাইয়ের প্রতি শুভেচ্ছা। আল্লাহ আপনার মর্যাদা আরও উচ্চকিত করুন, দ্বীনের জন্য কবুল করুন।
তথ্যসুত্র:
লিখেছেন- সাইমুম সাদী (ফেসবুক পোস্ট)
Fb: www.facebook.com/symum.sadi