আপডেট

Paragraph about 'Causes of Failure in English' for all classes

কুরআ‌নের পাখি আল্লামা সাঈদী রহ.- এর কিছু ঐতিহাসিক উ‌ক্তি!

আত্নতত্ত্ব যে জেনেছে, দিব্যজ্ঞানী সেই হয়েছে!

একনজরে সাইয়্যেদ আবুল আ'লা মওদুদী (রহঃ) | About Sayed Abul Ala Maududi

এ ডি আর এস: বাঙালীদের নতুন প্রযুক্তি | এ ডি আর এস কি ? | ADRS System in cricket

বিপ্লবীদের গুপ্তহত্যা ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিআইইউ শিক্ষার্থীরা

সাকিব আর বিতর্ক যেন একই সুত্রে গাঁথা | বিপিএলে সাকিব বিতর্ক | শৃঙ্খলা ভঙ্গের দায়ে শাস্তি !

'যে কথা বলতে মানা': এডভোকেট সাজজাদুল ইসলাম রিপন

ড. ইউনুসকে প্রধান উপদেষ্টা দেওয়া কতটুকু যুক্তিসঙ্গত?

হাঙ্গেরির ডেব্রেসেন বিশ্ববিদ্যালয় স্কলারশিপ | হাঙ্গেরি ফুল-ফ্রী স্কলারশিপ-২০২৩| Hungary Scholarship-2023

বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় পিঠা উৎসব-২০২৩

 

বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় পিঠা উৎসব

বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় পিঠা উৎসব-২০২৩

বাংলাদেশের অন্যতম সুনামধন্য একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় হলো 'বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়, ঢাকা'। ২০০৫ সালে প্রতিষ্ঠার পর থেকে বিশ্বিবদ্যালয়টি বিভিন্ন সময়ে নানা ধরনের কালচারাল উৎসব আয়োজন করে বেশ সুনাম অর্জন করে আসছে। সে ধারায় বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় পিঠা উৎসব-২০২৩ সালে প্রতিবছরের মত এবারও বিশ্ববিদ্যালয়টিতে বার্ষিক পিঠা উৎসবের আয়োজন করে ।


পিঠা উৎসব-২০২৩ এর এ বছরের পিঠা উৎসবটি ছিল বেশ জমজমাট। বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ছাত্রীরা বাংলাদেশের ঐতিহ্যবাহী পিঠাপুলি ও তাদের নিজস্ব রেসিপির বিভিন্ন খাবার নিয়ে পিঠা উৎসবটি সার্থক করে তুলে। বিশেষ করে উৎসব প্যান্ডেলটি ছিল খুব সুন্দর, এককথায় জাঁকজমকপূর্ণ প্রদর্শনী দ্বারা সজ্জিত। 


উৎসবের প্রথম দিন রোজ সোমবার সকাল ৯ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এই উৎসবটি অনুষ্ঠিত হয়। পিঠা উৎসব-২০২৩ এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়টির সম্মানিত উপাচার্য প্রফেসর ড. আমিনুল হক ভুঁইয়া। এসময় উপস্থিত ছিলেন বিশ্বদ্যালয়ের সকল বিভাগের সম্মানিত চেয়ারম্যনগণ সহ সকল বিভাগের সম্মানিত অধ্যাপক শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ। 


বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় পিঠা উৎসব
Image: fb: Badrul Haider Chowdhury

বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় পিঠা উৎসব-২০২৩ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রেজিস্ট্রার অধ্যাপক ড. বদরুল হায়দার চৌধুরী তার ফেসবুক প্রফাইলে লিখেন-


'বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ে পিঠা উৎসবে বাহারি পিঠা-পুলিতে মুগ্ধতা ছড়িয়ে দিল ছাত্রীরা। আবহমান বাংলার ঐতিহ্য পিঠা-পুলির দু'দিনের উৎসব চলছে আমাদের সবুজ চত্বরে। যার শুরু আজ সোমবার থেকে। 


আমাদের ছাত্রীদের মধ্যে এত সৃজনশীল মেধা রয়েছে, তা আগে ভাবতে পারিনি। আজ ওরা শত রকমের পিঠার পশরা সাজিয়েছে। কত শত যে নাম, আর স্বাদ ওগুলোর! স্টলগুলোর সাজও ছিল বৈচিত্র্যময়। যা মুগ্ধতা ছড়িয়েছে চারদিকে। এ আয়োজনকে ঘিরে ছাত্রীদের উৎসাহ উদ্দীপনা ছিল দৃশ্যমান। যা আমরা চেয়েছিলাম। শুধু পড়ালেখায় মেধা-মননের সত্যিকার বিকাশ সম্ভব নয়। এ জন্যে দরকার এক্সট্রা কিছু। বিশ্ববিদ্যালয় একটু উদ্যোগ নিতেই, ওরা ওদের সামর্থের প্রমান দিল। আলহামদুলিল্লাহ।'


বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় পিঠা উৎসব-২০২৩ যেহেতু শুধু ছাত্রীদের কেন্দ্র করে আয়োজন করা হয়৷ তাই ইসলামী বিশ্ববিদ্যালয়টির আদর্শ ও দৃষ্টি অনুযায়ী সেখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কিংবা বহিরাগত কোনো পুরুষ উৎসব প্যান্ডেলের ভিতরে প্রবেশ করা সম্পুর্ন নিষেধ ছিল। পিঠা উৎসবটি অনুষ্ঠিত হয় ০৬/০২/২০২৩ তারিখ রোজ সোমবার সকাল ৯ টায় । সর্বশেষ ঘোষণা অনুযায়ী উৎসবটি চলবে ০৮/০২/২০২৩ তারিখ পর্যন্ত। 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম