আপডেট

Paragraph about 'Causes of Failure in English' for all classes

কুরআ‌নের পাখি আল্লামা সাঈদী রহ.- এর কিছু ঐতিহাসিক উ‌ক্তি!

আত্নতত্ত্ব যে জেনেছে, দিব্যজ্ঞানী সেই হয়েছে!

একনজরে সাইয়্যেদ আবুল আ'লা মওদুদী (রহঃ) | About Sayed Abul Ala Maududi

এ ডি আর এস: বাঙালীদের নতুন প্রযুক্তি | এ ডি আর এস কি ? | ADRS System in cricket

বিপ্লবীদের গুপ্তহত্যা ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিআইইউ শিক্ষার্থীরা

সাকিব আর বিতর্ক যেন একই সুত্রে গাঁথা | বিপিএলে সাকিব বিতর্ক | শৃঙ্খলা ভঙ্গের দায়ে শাস্তি !

'যে কথা বলতে মানা': এডভোকেট সাজজাদুল ইসলাম রিপন

ড. ইউনুসকে প্রধান উপদেষ্টা দেওয়া কতটুকু যুক্তিসঙ্গত?

হাঙ্গেরির ডেব্রেসেন বিশ্ববিদ্যালয় স্কলারশিপ | হাঙ্গেরি ফুল-ফ্রী স্কলারশিপ-২০২৩| Hungary Scholarship-2023

গার্ডিয়ানকে মানহীন প্রকাশনী অভিযোগ! নাকি ইসলাম বিদ্বেষী মনোভাব!


গার্ডিয়ানকে মানহীন প্রকাশনী অভিযোগ! 

বরাবরের মত ২০২৩ সালে বাংলাদেশের বৃহত্তম একুশে জাতীয় বই মেলায় স্টল পাওয়া জন্য আবদের করেছিল গার্ডিয়ান পাবলিকেশন। কিন্তু বাংলা একাডেমি তাদের আবেদন পত্র বাতিল করে দেয়। অভিযোগ গার্ডিয়ানের বই মান সম্মত নয়৷ গার্ডিয়ানকে মানহীন প্রকাশনী অভিযোগ করে তারা প্রতিবছর এভাবেই আবেদন নাখোশ করে দিয়ে থাকে। অথচ বাঙালি মুসলিম, অমুসলিম পাঠকদের কাছে গার্ডিয়ান পাবলিকেশনের নতুন বই মানেই স্পেশাল কিছু। 


গার্ডিয়ানের নতুন বই প্রকাশিত হলেই পাঠকবৃন্দ তা নিজের সংগ্রহে রাখার জন্য প্রকাশনির শপে ভির জমিয়ে দেয় । গার্ডিয়ানের বইয়ের কাগজের মান ও বাঁধাই এমনকি লেখার প্রশংসা ছাড়া কোনো লেখার মান নিয়ে কোনো সংশয় কখনো পাঠকগণ করেনি। কেননা এ প্রকাশনীর লেখকগণ হয়ে থাকে বরেণ্য ব্যক্তিগণ। সুতরাং বইয়ের মান নিয়ে কোনো সন্দেহ থাকার কথা নয়। 


গার্ডিয়ানকে মানহীন প্রকাশনী অভিযোগ করায়, প্রকাশনীর বর্তমান চেয়ারম্যান নুর মুহাম্মদ আবু তাহের তার ফেসবুক পেইজে লিখেছেন-


'গার্ডিয়ান একটা 'মানহীন' প্রকাশনী। জি। গার্ডিয়ান নিয়ে বাংলা একাডেমির মন্তব্য এটাই। শত প্রচেষ্টার পরেও বাংলা একাডেমি গার্ডিয়ান পাবলিকেশন্স-কে স্টল বরাদ্দ দেয়নি। আগের বইমেলাতে গার্ডিয়ান কোনো না কোনো স্টলকে পরিবেশক হিসেবে পেতো। স্টল না পেলেও গার্ডিয়ানের বইগুলো পাঠক সংগ্রহ করতে পারতো। এবার বইমেলায় গার্ডিয়ান অন্য কোনো স্টলেও বই বিক্রি করতে পারবে না৷ 


আমরা স্টল না পাওয়ার সুস্পষ্ট কারণ জানতে চেয়েছি। তারা জানিয়েছেন—গার্ডিয়ানের বইগুলো 'মানহীন'। আলহামদুলিল্লাহ। কারণ খুঁজে পেয়েছি। 'মানোত্তীর্ণ' বই তৈরির চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রাতিষ্ঠানিকভাবে আমরা অবশ্যই পর্যালোচনা করব—৪৫০টি প্রকাশনী 'মানসম্মত' বই তৈরি করতে পারলো, আমরা কেন পারলাম না৷ আল্লাহ ভরসা। 


বাংলা একাডেমি তার দরজা গার্ডিয়ানের জন্য বন্ধ করেছে। মেনে নিয়েছি আমরা। একুশে বইমেলার জন্য শুভকামনা রইল৷ একটা ছোট্ট টার্গেট নির্ধারণ করেছি। ফেব্রুয়ারি মাসে আমরা এক কোটি টাকার বই বিক্রি করব ইনশাআল্লাহ। 


অবাক হয়েছেন? আমরা এক কোটি টাকার বই বিক্রি করব ইনশাআল্লাহ। দেখা যাক, কতটুকু পারি। ফেব্রুয়ারি মাস জুড়ে পাঠকদের কাছে আমরা পৌঁছে যাব ইনশাআল্লাহ। কিছু স্পেশাল ইনিশিয়েটিভ নিচ্ছি আমরা। দুআ করবেন প্লিজ। সম্মানিত পাঠক, আপনাদের হাতটা আমাদের কাঁধে চাই৷ নাথিং মোর। ইন্নাল্লাহা মাআনা।'


গার্ডিয়ান পাবলিকেশনের বইগুলো মানহীন বাংলা একাডেমির এমন বক্তব্যে অর্থাৎ গার্ডিয়ানকে মানহীন প্রকাশনী অভিযোগ করায় সোশ্যাল মিডিয়ায় খুবই নিন্দা প্রকাশ করা হচ্ছে। অনেকেই লিখেছেন গার্ডিয়ান পাবলিকেশন যেহেতু ইসলামী বই নিয়ে কাজ করে থাকে। আর তাদের বই প্রচুর বিক্রি হয়ে থাকে। তাই কিছু ইসলাম বিদ্বেষীগণ গার্ডিয়ানের এমন সাফল্যকে রূখে দেওয়ার অপচেষ্টায় লিপ্ত। তাই তাদের স্টল দেওয়া হয় না। আবার অনেকে রাজনৈতিক কারণও উল্লেখ করে থাকেন। যে যাই বলুক, গার্ডিয়ান প্রকাশনী সর্বদা দেশ ও জাতির কল্যান হয় এমন বই গুলো নিয়েই বেশি কাজ করে জনপ্রিয়তা অর্জন করছে। 


শাইখ মুখতার আহমেদ তার ফেসবুক পেইজে লিখেছেন,


'নিন্ম মানের বই ছাপায়' এই অজুহাতে বাংলা একাডেমি ইসলামি ঘরানার কিছু প্রকাশনাকে এবারের বই মেলায়ও স্টল বরাদ্দ দেয় নি।অথচ বই মেলায় মহাসমারোহে স্থান পায় অসংখ্য বস্তাপঁচা গল্প, কবিতা, উপন্যাসের বই। আমাদের বিশ্বাস, এটি ইসলাম বিদ্বেষ ছাড়া কিছুই নয়। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।'


গার্ডিয়ানকে মানহীন প্রকাশনী অভিযোগ করে একুশে বই মেলায় স্টল না দেওয়ায় শায়খ ড. আহমেদ আলী তার ফেসবুক পেইজে লিখেছেন-


'গতবছর গার্ডিয়ান আমার একটি মানহীন (!) বই প্রকাশ করেছে। তবে বিজ্ঞ পাঠকদের নিকট বইটি বেশ সমাদৃত হয়। আরো ৬ খণ্ডের একটি বই গার্ডিয়ান পাবলিকেশন্স থেকে প্রকাশের পথে। এখন খুব চিন্তায় পড়ে গেলাম, গার্ডিয়ান ও অন্যান্য প্রকাশনা সংস্থা থেকে আমাদের প্রকাশিত বইগুলো ‘মানহীন’ বলে অভিযুক্ত করা হয় কিনা?! 


জানতে চাই, আমাদের লিখিত বইগুলো কোন প্রকাশনা থেকে বের করলে মানসম্মত হবে? অথবা আমরা যারা ইসলামের জীবনাদর্শ, ইতিহাস ও সভ্যতা-সংস্কৃতি নিয়ে লেখালেখি করি, আমাদের জন্য উপযোগী ও মানসম্মত প্রকাশনা সংস্থা কোনটি?


ইসলামিক ফাউন্ডেশনও আমাদের সকল বই ছাপাতে আগ্রহী নয় অথবা বের করতে দীর্ঘ সময় নেয়। বাংলা একাডেমি থেকে আমার একটি গবেষণাগ্রন্থ বিজ্ঞ রিভিউয়ারগণের সুপারিশ সত্ত্বেও জমা দানের প্রায় ৮ বছর পর প্রকাশিত হয়। বইটি এখন স্টক আউট। এটা আবার কখন যে পুনঃমুদ্রিত হবে- তাও অনিশ্চিত।'


গার্ডিয়ানকে মানহীন প্রকাশনী অভিযোগ করে একুশে বই মেলায় স্টল না দেওয়ায় শায়খ ড. আবুল কালাম আজাদ বাশার তার ফেসবুক পেইজে লিখেছেন-


'বাংলা একাডেমি বই মেলায় গার্ডিয়ান প্রকাশনী কে স্টল বরাদ্দ দেওয়া হয় নি। তাদের অভিযোগ এ প্রকাশনীর বই মান সম্মত নয়। আমাদের প্রশ্ন তারা বইয়ের মান কি দিয়ে যাচাই করেন? সাহিত্যের চোখে ? না কি ইসলাম  বিদ্বে*ষের চোখে?'


গার্ডিয়ানকে মানহীন প্রকাশনী অভিযোগ করায় আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। শুধু গার্ডিয়ানের জন্য নয়, যে সকল ইসলামী প্রকাশনীকে এবারও বাংলা একাডেমির আয়োজিত জাতীয় একুশে বই মেলায় স্টল দোওয়া হয়নি। সেসকল প্রকাশনীকে জাতীয় অধিকার অনতিবিলম্বে ফিরিয়ে দেওয়া দেওয়ার জোর দাবি জানাই। 

-হাসান আল-আফাসি


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম