আপডেট

বিপ্লবীদের গুপ্তহত্যা ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিআইইউ শিক্ষার্থীরা

Paragraph about 'Causes of Failure in English' for all classes

আত্নতত্ত্ব যে জেনেছে, দিব্যজ্ঞানী সেই হয়েছে!

একনজরে সাইয়্যেদ আবুল আ'লা মওদুদী (রহঃ) | About Sayed Abul Ala Maududi

কুরআ‌নের পাখি আল্লামা সাঈদী রহ.- এর কিছু ঐতিহাসিক উ‌ক্তি!

বিমান ও হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন যেসব রাষ্ট্রপ্রধান!

হাঙ্গেরির ডেব্রেসেন বিশ্ববিদ্যালয় স্কলারশিপ | হাঙ্গেরি ফুল-ফ্রী স্কলারশিপ-২০২৩| Hungary Scholarship-2023

এ ডি আর এস: বাঙালীদের নতুন প্রযুক্তি | এ ডি আর এস কি ? | ADRS System in cricket

সাকিব আর বিতর্ক যেন একই সুত্রে গাঁথা | বিপিএলে সাকিব বিতর্ক | শৃঙ্খলা ভঙ্গের দায়ে শাস্তি !

এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসী (কালেমা এক না ভিন্ন?)

হাঙ্গেরির ডেব্রেসেন বিশ্ববিদ্যালয় স্কলারশিপ | হাঙ্গেরি ফুল-ফ্রী স্কলারশিপ-২০২৩| Hungary Scholarship-2023

হাঙ্গেরির ডেব্রেসেন বিশ্ববিদ্যালয় স্কলারশিপ

উচ্চতর ও গবেষণামূলক শিক্ষা ব্যবস্থার জন্য হাঙ্গেরির ডেব্রেসেন বিশ্ববিদ্যালয় অন্যতম। ২০২৩ নতুন বছরে বিশ্ববিদ্যালয়টি প্রতিবছরের মত স্কলারশিপের অফার করেছে। হাঙ্গেরির ডেব্রেসেন বিশ্ববিদ্যালয় স্কলারশিপ একটি ফুল-ফ্রী স্কলারশিপ।


এখানে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডিতে ফুল-ফ্রি স্কলারশিপ অফার করা হয়েছে । বাংলাদেশসহ বিশ্বের যে কোনো আন্তর্জাতিক শিক্ষার্থীরা এ স্কলারশিপে আবেদন করতে পারবেন। স্কলারশিপের আবেদনের শেষ সময় হবে আগামী ১৫ জানুয়ারি ২০২৩।


হাঙ্গেরির ডেব্রেসেন বিশ্ববিদ্যালয় স্কলারশিপ  মূলত ‘স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ’ এর আওতাভুক্ত। তাই এর আওতায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। আর এটি একটি সরকারি স্কলারশিপ। ২০১৩ সাল থেকে হাঙ্গেরি সরকার (স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ) প্রতিবছর দিয়ে আসছেন। তবে বাংলাদেশে এই স্কলারশিপটি ২০১৯ সালে বাংলাদেশে চালু হয়েছে। প্রতিবছর বিশ্বের ৫  টি মহাদেশের প্রায় ৮০টি দেশের প্রায় ৫ হাজার বিদেশি  শিক্ষার্থীরা এ বৃত্তিটি নিয়ে হাঙ্গেরিতে পড়াশোনা করছেন।


হাঙ্গেরির এই বিখ্যাত ডেব্রেসেন বিশ্ববিদ্যালয়টি হাঙ্গেরির ডেব্রেসেন শহরে অবস্থিত একটি প্রাচীন উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয়টির যাত্রা শুরু  হয় ১৫৩৪ সাল থেকে।


সুযোগ-সুবিধাসমূহ | হাঙ্গেরির ডেব্রেসেন বিশ্ববিদ্যালয় স্কলারশিপ

  • স্কলারশিপটিতে শিক্ষাথীদের সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে । 
  • এই স্কলারশিপের আওতায় স্নাতক ও স্নাতকোত্তরে  শিক্ষাথীদের জীবনযাত্রার ব্যয় নির্বাহের জন্য প্রতিমাসে ৪৩ হাজার ৭০০ হাফ (বাংলাদেশি টাকায় প্রায় ১১ হাজার ৫০০ টাকা) প্রদান করা হবে। পিএইচডি-তে অধ্যায়নরত শিক্ষার্থীদের জীবনযাত্রার ব্যয় নির্বাহের জন্য প্রথম ৪ সেমিস্টারের জন্য মাসিক ১ লাখ ৪০ হাজার হাফ (বাংলাদেশি টাকায় প্রায় ৩৬ হাজার ৮০০ টাকা) করে দেওয়া হবে। এরপর থেকে প্রতিমাসে ১ লাখ ৮০ হাজার হাফ (বাংলাদেশি প্রায় ৪৭ হাজার ৩০০ টাকা) করে প্রদান করা হবে।
  • হাঙ্গেরির ডেব্রেসেন বিশ্ববিদ্যালয় স্কলারশিপ এ বিনা মূল্যে আবাসন সুবিধা প্রদান করা হবে। 
  •  স্বাস্থ্যবিমা দেওয়া হবে
  • আসা-যাওয়ায় বিমানে যাতায়াতের খরচ প্রদান করা হবে।

আবেদনের যোগ্যতা ও শর্তাবলী|হাঙ্গেরির ডেব্রেসেন বিশ্ববিদ্যালয় স্কলারশিপ

  • শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি এর যেকোনো একটি সেক্টরে আবেদন করতে পারবেন। 
  •  যদি কোনো শিক্ষর্থী একাধিক সেক্টরে আবেদন করে ফলে তবে তার আবেদনপত্র বাতিল বলে গণ্য করা হবে। 
  • কোনো অসম্পূর্ণ আবেদন গ্রহণযোগ্য হবে না। 
  • যদি আবেদনের হার্ড কপি মন্ত্রণালয়ে জমা না দেওয়া হয়। তবে আবেদনটি বিবেচনা করা হবে না।

প্রয়োজনীয় নথি প্রয়োজন| হাঙ্গেরির ডেব্রেসেন বিশ্ববিদ্যালয় স্কলারশিপ

  • শিক্ষার্থীর জীবন বৃত্তান্ত।
  • শিক্ষার্থী জাতীয় পরিচয়পত্র/পাসপোর্টের কপি। 
  • একটি মোটিভেশনাল লেটার। 
  • শিক্ষার্থীর মেডিকেল সার্টিফিকেট।
  • অনলাইন আবেদনের ফর্ম।
  • সকল একাডেমিক ট্রান্সক্রিপ্ট/ নম্বরপত্র বা সার্টিফিকেট। 
  • দুটি রিকমেন্ডেশন লেটার।
  • স্টেটমেন্ট অব পারপাজ (এসওপি)।
  • গবেষণা প্রস্তাব (স্নাতকোত্তরের জন্য)
  • ভাষা দক্ষতার সার্টিফিকেট।

আবেদন করার প্রক্রিয়া 

প্রথমতঃ হাঙ্গেরির ডেব্রেসেন বিশ্ববিদ্যালয় স্কলারশিএ জন্য শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। পাশাপাশি অনলাইন আবেদনের যাবতীয় সব নথিপত্র বাংলাদেশ সচিবালয়ে জমা দিতে হবে।  স্কলারশিপটির জন্য হাঙ্গেরি কর্তৃপক্ষের কাছে আবেদন করতে এই লিংকটিতে যেতে হবে https://apply.stipendiumhungaricum.hu/


আর বাংলাদেশ সরকারের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের সাহায্যে আবেদন করতে চাইলে এই লিংটিতে প্রবেশ করতে হবে http://202.72.235.210/scholarship/hungary/(বিঃ দ্রঃ উক্ত এই লিংকটি ১৫ জানুয়ারি ২০২৩ সাল বিকেল ৪টা পর্যন্ত চালু সচল থাকবে)।


দ্বিতীয়তঃ বাংলাদেশ সচিবালয়ে জমা দেওয়ার জন্য আবেদনপত্র সহ সকল ডকুমেন্টসের হার্ড কপি সচিবালয়ের ২ নম্বর গেট–সংলগ্ন অভ্যর্থনাকক্ষে সকাল ১০টা-বিকেল ৪টা পর্যন্ত জমা দিতে হবে। আর আবেদন ফাইলের খামের ওপর প্রেরক, প্রাপক এবং আবশ্যিকভাবে ID/Tracking Number,  প্রোগ্রামের নাম (স্নাতক/ স্নাতকোত্তর/ ডক্টরাল) উল্লেখ করে দিতে হবে। সকল হার্ড কপি মন্ত্রণালয়ে জমা দেওয়ার শেষ তারিখ ১৬ জানুয়ারি ২০২৩, বিকেল ৪টা পর্যন্ত। 


হাঙ্গেরির ডেব্রেসেন বিশ্ববিদ্যালয় স্কলারশি এর বিষয়ে আরও বিস্তারিত জানতে এই লিংকটিতে  ক্লিক করুন https://edu.unideb.hu/p/stipendium-hungaricum

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম